কবিতা: স্মৃতির আলিঙ্গন

শাহ মোঃ আফছার উদ্দীন শামীম  
যাচ্ছি জ্বলে পুড়ে
মেঘনার কুলে… হারিয়ে মন,
এত মায়া-বেদনা ভুলি কি করে…?
পিছুস্মৃতি করছে আলিঙ্গন।

যে ছিলে তুমি এ আমার
ইচ্ছে কি করে?

সেই স্মৃতি ফিরে পাবার?
পুড়তে চাইনা এখন আর
ঝড়ে না অশ্রু, আর সারাক্ষণ ।

ভেঙ্গেই গেলো এত সহজে
মিছে কেন হল সে শপথ ?
এ বাঁধন ছিড়বে না, কেন বলেছিলে ?
কোন অজানা ঢেউ এসে…
ভেঙ্গেই…. দিল সেই পথ ?

কত স্মৃতি গেল হারিয়ে
এই মেঘনারই তীরে ,
আমি আছি আমারি মত
একটু হলেও , কিছু স্মৃতি খুঁজে পাই
আসি তাই , বার বার ফিরে !!

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *