মুক্তবুলি প্রতিবেদক।।
ঝালকাঠিতে টিআইবি’র সচেতন নাগরিক কমিটির আয়োজনে- দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক ওরিয়েন্টেশন এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) সদস্যদের অংশগ্রহণে ‘অভিজ্ঞতা বিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঝালকাঠির ১৩০ জন সেচ্ছাসেবক দিনব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সকাল সাড়ে ৯টা থেকে দিনের প্রথমভাগে এসিজি সদস্যদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন সনাক সভাপতি ড. কামরুন্নেছা আজাদ।
ওরিয়েন্টেশনে এসিজি সদস্যবৃন্দ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও স্বেচ্ছাসেবী দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন, টিআইবি’র বর্তমান প্যাকটা প্রকল্প এবং এসিজি’র অপারেশনাল গাইডলাইন ও নৈতিক আচরণবিধি ইত্যাদি বিষয়ে ধারণা লাভ করেন। এছাড়াও তারা দুর্নীতিবিরোধী আন্দোলন বেগবান করার কৌশল ও দক্ষতা অর্জন করেন। ওরিয়েন্টেশনের সহায়তাকারী হিসেবে ছিলেন টিআইবি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর-সিই মো. ফিরোজ উদ্দীন।
২:৪৫টা থেকে দিনের দ্বিতীয় ভাগে সনাক, ইয়েস ও এসিজি সদস্যদের অংশগ্রহণে ‘অভিজ্ঞতা বিনিময় সভা’ অুনষ্ঠিত হয়। সনাক পর্যায়ের পরিকল্পনা ও অর্জন বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন টিআইবি ঝালকাঠির এরিয়া কোঅর্ডিনেটর-সিই মিজানুর রহমান। উন্মুক্ত আলোচনা পর্বে উপস্থিত সনাক, ইয়েস ও এসিজি সদস্যগণ স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও চ্যালেঞ্জ উত্তরণের উপায় নিয়ে তাদের মূল্যবান মতামত প্রদান করেন। আলোচনায় অংশগ্রহণ করেন সনাক সদস্য সবুর খান সবুজ, মো. নজরুল ইসলাম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত, সহসভাপতি শিমুল সুলতানা হেপী, ইয়েস সদস্য মো. রাব্বি সিকদার, জিহাদ হাওলাদার, মো. সাব্বির হোসেন রানা, সদর উপজেলা ভূমি অফিস কেন্দ্রিক এসিজি সমন্বয়ক মশিউর রহমান, সহ সমন্বয় শাহনাজ মুন, সাথি আক্তার, সদর হাসপাতাল কেন্দ্রিক এসিজি সমন্বয়ক আরিফুর রহমান রায়হান, বৈদারাপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রিক এসিজি সমন্বয়ক মো. মুশফিকুল ইসলাম, লেখক আরিফুল ইসলাম আকাশ, সাংবাদিক কে এম সবুজ প্রমুখ।
অনুষ্ঠানের এক পর্যায়ে সনাক, ইয়েস ও এসিজি সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি ড. কামরুন্নেছা আজাদ এর বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপনী হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টিআইবি ঝালকাঠির এরিয়া কোঅর্ডিনেটর-সিই মিজানুর রহমান ও সার্বিক সহযোগিতায় ছিলেন সনাক এর ইয়েস সদস্যবৃন্দ।