যাকাত

মোহাম্মদ নূরুল্লাহ্ 
.
নহে, নহে ,নহে করুণা;
নহে কোন দান।
‘তোমার সম্পদে রয়েছে
 তার অধিকার’
আল্লাহ্‌পাক কুরআনে ফরমান।
চাওয়ার আগে পৌঁছে দেয়া
কর্তব্য তোমার।
.
নিসাব পরিমাণ সম্পদ হলে,
যাকাত দাওগো হিসেব করে।
আখিরাতে যদি তুমি,
পেতে চাও নাজাত।
পরকালে যদি তুমি,
পেতে চাও জান্নাত।
.
প্রতি বছর রমাদান মাসে
যাকাতের হিসেব করো,
সারা বছর ধরে তুমি ,
যাকাত দিতে পারো।
.
হিসেব করে যাকাত দিলে,
সম্পদ হবে পুণ্যময়।
সম্পদ তোমার বৃদ্ধি পাবে।
যা ভাবোনি কোন সময়।
.
দিব মোরা যাকাত-ফিতরা,
আর করব দান-সদকা ।
রমাদানের বরকতপূর্ণ
পুণ্যেরও আশায়।
.
[সুরা আল-মায়ারিজের ২৩ নং আয়াতের কাব্যে ভাবানুবাদ]
ফরিদপুর, ১০ রমাদান ১৪৪২
মোহাম্মদ নূরুল্লাহ্

One comment

Leave a Reply to Arif Akram Cancel reply

Your email address will not be published. Required fields are marked *