সনেট : আশা

সুয়েজ করিম
.
হয়ত  বা  এক দিন  ঝড়  থেমে  যাবে,
ধরা তার চির চেনা প্রাণ ফিরে পাবে।
আবার  ফুটবে  ফুল  বকুলের  ডালে
মরা নদী ভরে যাবে জোয়ারের জলে।
ডাকবে কোকিল কুহু  কদমের ডালে,
দেখবো ময়ূর নাচ  সুরে  তালে  তালে।
মেঘে ঢাকা আকাশটা ফিরে পাবে আলো;
দিগন্তে  উঠবে রবি   মুছে  যাবে  কালো। 
গগনে   ভুবনে   ধোঁয়া    দহনে   শ্মশান
কাফনে  দাফনে   লাশ  ভরা  গোরস্তান।
মুছে  দিয়ে  কত নারী   সিঁথির  সিঁদুর,
কাহতান  ছেড়ে পরে   বিধবা  কাপড়। 
ক্ষমা  কর  ওহে   প্রভু   তুমিই   ভরসা
করবে  জীবন  দান  পুষে রাখি আশা।

One comment

Leave a Reply to ইমন Cancel reply

Your email address will not be published. Required fields are marked *