কাজী আল-মাহমুদ আর আসে না তোমার নামে চিঠি কবুতরটা ছুটিতে আছে বুঝি? তোমার ঝিলে পদ্ম কি ফোটে আজও? স্বচ্ছ জলের ঢেউটা আজও খুজি। তোমার আকাশ আজও কি থাকে খোলা? তপ্ত দুপুরে মেঘেরা কি আজও ভাসে? রাত নিশিতে চাঁদের বুড়ি আজও ব্যাস্ত থাকে চড়কা কাটার কাজে? শান্ত বাতাস আজও কি যায় বয়ে দিগন্তজোড়া ফসলের মাঠ বেয়ে? আজও কি তোমার চঞ্চলা নদী …
সম্পূর্ণ পড়ুন