নীলা আহমেদ ।। মুজিব তুমি কোটি বাঙালীর রক্তস্নাত প্রাণ, মায়ের কোমল আঁচল তলে ঘুম পাড়ানী গান। তুমি বাঙালির শ্রান্ত প্রাণে লাল সবুজের সূর্য, বজ্র শিখার মশাল জ্বালা বিদ্রোহী রণতূর্য। তুমি উৎপীড়নের দহন দলে ছিনিয়ে এনেছো ভাষা, জীবন দিয়ে করবো পূরণ অতৃপ্ত শত আশা। পরাধীনতার শিকল ভেঙে রচেছো অশেষ জয়, পদদলিত করেছো মৃত্যু যত আশংকা ভয়। পিষে ফেলে সব হিংসার কাল …
সম্পূর্ণ পড়ুন