এম ইলিয়াস তুহিন ।। . স্বাধীনতার তরে একাত্তরে কেউ দিয়েছে প্রাণ, অনেক মা-বোন হারিয়েছে ইজ্জত আর মান। . তাদের লালন-পালন করে এই মাতৃভূমি ধন্য। প্রভুর কাছে দু’আ করি তাদের ক্ষমার জন্য। . জঠর মাঝে ধারণ করেছে তাদেরকে যে মাতৃ, দু’আ করি, তারাও হোক জান্নাতেরই যাত্রী। . স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বুকে নিয়ে ব্যাথা শ্রদ্ধাভরে স্মরণ করি সব শহীদ, গাজীর কথা। . …
সম্পূর্ণ পড়ুন