এ.এইচ.এম আরিফুল ইসলাম একটি ছেলের জন্ম হলো ১৯২০ সালে, নাম ছিল তাঁর মুজিব ডাকতো খোকা বলে। আদর, সোহাগ আর ভালোবাসায় কাটলো শিশুকাল, কৈশরে পদার্পণ করেই ধরলো দেশের হাল। কেউ কি জানতো ? সেই ছেলেটি হবে মহান নেতা, লুকিয়ে আছে তাঁর হৃদয়ে বাঙলার স্বাধীনতা। আপোসহীন সংগ্রামে ছিলেন অনেক ত্যাগী, নত করেননি শির- শত্রুর কাছে আতংকিত বাগ্মী। পাকিস্তানি শোষণের বিরুদ্ধে দাঁড়ালো সে …
সম্পূর্ণ পড়ুন