খৈয়ামআজাদ এখন চাঁদে দুধ ধোয়া রঙ, আকাশ নীল রাত্রি মোহনীয় সুন্দর, নীরব অনুভবে এখন ঝিঝির ডাক বড়ো মধুর বাতাস খুব আপন স্বস্তির। পিচঢালা পথ প্রশান্ত নদীর মতো বহমান জীবনের শান্ত ধারা। পোষা-প্রাণী কথা কয় কুটুম বাড়ির উৎসবে সুরের মহুয়া ঝরে পাখির কূজনে পাহাড় ঘুমায় সমস্ত সবুজের মায়ায়। সাগর উছলিয়ে পরে যৌবনের জল। এখন পৃথিবী যেন বিস্তীর্ণ চরাচর বালুকাবেলায় শুনশান নিরবতা। …
সম্পূর্ণ পড়ুন