জাকির আবু জাফর এক পশলা বৃষ্টি এসে ভিজিয়ে দিলো মন ভিজলো অবাক লালের লীলা কৃষ্ণচূড়ার বন। হৃদয় কেঁচে রঙ মেখেছে রক্তলালা ফুল পল্লবিত পাতার খোঁপায় দুলছে সবুজ চুল। একটি শালিক ঠোঁট চুবিয়ে ফুলের গন্ধ চাটে ঠোঁটের ছোরায় আন›ে েেস ফুলের হৃদয় কাটে। কৃষ্ণচূড়ার শরীর যেমন হৃদয় তেমন লাল উধাও হাওয়ার আদর নিতে এলিয়ে রাখে গাল। গালের ওপর বৃষ্টি ফোঁটা মুক্তো …
সম্পূর্ণ পড়ুন