Tag Archives: কোলা ব্যাঙের বিয়ে

কোলা ব্যাঙের বিয়ে

সুয়েজ করিম মেঘে মেঘে ডাকা ডাকি    কোলা ব্যাঙের বিয়ে, ব্যাঙেরা সব গান ধরেছে      বৃষ্টি মাথায় দিয়ে। হলুদ মেহদি কে বাটবে     কে মাখবে কায়া, রংধনুতে  রাঙ্গা   হল     রোদে মেঘে ছায়া। বর কনেতে করছে গোসল     আউশধানের ক্ষেতে, বিয়ের  গানে  ব্জ্র  সানাই       উঠছে সবাই মেতে।

সম্পূর্ণ পড়ুন