Tag Archives: চিঠি

মন খারাপের চিঠি 

কাশেম নবী কোনোদিন কেউ তোমাকে লেখেনি তবু বারবার একটি মন-খারাপের চিঠির কথা তোমার মনে পড়ে; তুমি পড়তে পারছো না — তাই লুট হওয়া শহরের ছবি পকেটে নিয়ে খুঁজতেছিলে একটি হারানো বোতাম, রোদের পিঠে গলে যাওয়া সময়; ডানায় বুনে রেখেছো সন্ধ্যার অধিক শৈশব; এমন অমীমাংসিত খেলা জুড়ে নিজেকে ফেলে রেখে মিশে গেছো কখনও না-লেখা চিঠির মন-খারাপে, তীব্র কোনো অর্থের দিকে ধাবমান …

সম্পূর্ণ পড়ুন