মাহমুদ ইউসুফ এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল মন গান গেয়ে যায় কত আনন্দ বেদনায়, মিলন ও বিরহ সংকটে ॥ এমনি অসংখ্যা জনপ্রিয় গানের গীতিকার ও সুরকার অধ্যাপকআবু জাফর। তিনি একাধারে একজন প্রখ্যাত শিক্ষাবিদ, চিন্তাবিদ, সাহিত্যিক, গবেষক, গীতিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি সর্বশেষ কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। ২০০০ সালে অবসর গ্রহণ করেন …
সম্পূর্ণ পড়ুন