বিজন বেপারী || নতুন বইয়ের ঘ্রাণ নিতে আয়রে তোরা আয়, ছোট্ট খোকা রঙিন জামায় ইস্কুলেতে যায়। কত্ত খুশি নতুন বইয়ে হাসি ভরা মুখ, বিদ্যালয়ের প্রাণ তোমরা দেখেই যত সুখ। নতুন বছর নতুন বই পড় মন দিয়ে, তবেই আবার গড়বে জাতি উঠবে তপন হেসে। লেখকঃ বিজন বেপারী সহকারী শিক্ষক, বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝালকাঠি।
সম্পূর্ণ পড়ুন