ফারহানা করিম তুলি . রৌদ্রের তীব্র রাগে যখন ঝাউবনের পাতাগুলো হয়ে ওঠে মর্মর। তখন বৃষ্টি রূপে বঙ্গবন্ধু নামক স্বস্তির ফুল ফোটে। বঙ্গবন্ধু তুমি টুঙ্গিপাড়ার দুরন্ত মুগ্ধ ছেলে, অন্তরে তোমার তীব্র সংগ্রাম, বাঙালি প্রদীপ জ্বেলে। ধরণী মাঝে জাগিছো তুমি সংগ্রাম মুখর হাতে, সম্বল যেথায় নেই নেই হায়, শক্তি দিয়েছে তাতে। মায়ের মুখের হাসি হয়েছো, মুছেছো বোনের জল বাবা বলেছে ছেলেকে তখন, …
সম্পূর্ণ পড়ুন