মাহমুদ ইউসুফ।। একদা সুপারপাওয়ারের দেশ বাংলাদেশ। বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবদান ছিলো কমবেশি ১০ শতাংশ। সময়টা ছিলো চতুর্দশ থেকে অষ্টাদশ শতকের মধ্যগগন পর্যন্ত। ভারত সম্রাট আওরঙজেব আলমগিরের সুশাসনামলে বাংলার অর্থনীতি সমৃদ্ধির পর্বতচূড়ায় উপনীত হয়েছিল। সেই বেগবান অর্থনীতির ধ্বস ঘটায় ব্রিটিশরা লুটতরাজের মাধ্যমে। বাংলার অর্থে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে। বর্তমান দেশ বিদেশি অনুদানের ওপর নির্ভরশীল। অথচ তৎকালে বিদেশ ছিলো বাংলাদেশের দানে ঋদ্ধ। …
সম্পূর্ণ পড়ুন