আল-আমীন গোধূলির আবির রাঙা প্রহর শেষে বাসক’লতার নিন্দিত কলঙ্ক ঢেকে দিতে ফণিমনসার ঝোপ থেকে ধেয়ে এলো কুচকুচে কালো আঁধার। শ্রাবণের আকাশ হঠাৎ নেই হয়ে গেছে। ধুলো আর পরসা পরসা বৃষ্টির সঙ্গমে পল্লীর রাস্তায় কর্দমের ছড়াছড়ি। মানবশূন্য পল্লীর জনপদ। মৃত্যুর ভয় উপেক্ষা করে জোনাকিরা বের হয়নি ঘর ছেড়ে। বাতাসে এখন একাকিত্বের যন্ত্রণা লাঘব করতে না পারার শোকে কাতর হয়ে চুপচাপ বসে …
সম্পূর্ণ পড়ুন