সাব্বির আলম বাবু ।। স্বাধীনতার আজ প্রায় অর্ধ শতাব্দী পর চারিদিকে যখন বাজছে বিজয়ের ঘন্টা বাংলার ঘরময় তখন নিদারুন বেকারত্ব আর অভাবের হাহাকার, ভেদ করে আমার শিরা-উপশিরা। ডিসেম্বর কি দিয়েছে আমাদের? শোষক আর দূর্নীতির কালো হাত ছুঁয়েছে আজ বাংলার সমস্ত অস্তিত্ব জুড়ে। আমি ঘুমাতে পারিনা চারদিকের বারুদের গন্ধে। বিজয় দিবসে দাড়িয়ে আমি বলতে পারিনা আমার দেশ আজ ক্ষতবিক্ষত। মৌলবাদের নামে …
সম্পূর্ণ পড়ুন