মোঃ মোস্তাফিজুর রহমান দূর গগনে ঈদের চাঁদ মিটি মিটি তারা, খুঁজবে নাতো ঈদের খুশি পীড়িত আজ যারা। ঈদ আনন্দ ঠিকই এলো যতই থাকুক মন্দ, আপন জন যে হারিয়েছে পাবে না সে ছন্দ। ঈদের খুশি ফিরবে নীড়ে না বিলিয়ে সুখ, বন্যার জলে বন্দি যেজন মলিন তাদের মুখ। মৃত্যু ব্যথায় কাতর রোগী দু’চোখে নাই নিদ, বঞ্চিত আর অনাথ জনের কোথায় গেল ঈদ। …
সম্পূর্ণ পড়ুন