নীলা আহমেদ ।। দোয়েল, শ্যামা, শালিক, চড়ুই, বুলবুলির কিচিরমিচির সম্মোহনে মনে যেনো এক অচেনা সুর খেলে গেলো। জেগে উঠতেই উদাস হাওয়ার শীতল স্পর্শে প্রাণ ভরে যায়। খালি পায়ে শিশির ধোয়া ঘাসের নরম কার্পেটে হাঁটার মজাই আলাদা। ঘাসের বুক থেকে টপটপ করে ঝরে পড়া শিশিরে আলতো করে পা ধুলে হৃদয়ে অপূর্ব শিহরণ জাগে। এ ভালো লাগা ইট কংক্রিটের দেয়ালবাসী কখনও বুঝতে …
সম্পূর্ণ পড়ুন