তুমি কেন প্রশ্ন কর?

এম. এ. আউয়াল
.
বৃষ্টি ভেজায় সকল মানুষ
মুসলিম-হিন্দু-খ্রিস্টান…
রোদের ঝিলিক মুগ্ধ করে
সব মানুষের চোখ।
তুমি কেন প্রশ্ন কর
ও কোন জাতের লোক?
.
বাতাস করে স্নিগ্ধ সবে
নদীর জোয়ার কলরবে
ঝর্ণা ধারা অতুল শোভায়
জুড়ায় সবার চোখ।
তুমি কেন প্রশ্ন কর
ও কোন জাতের লোক?
.
স্রষ্টার এই সাম্যনীতি
মানছে দেখো সব প্রকৃতি
সবকিছুই সমানভাবে
করছে সবাই ভোগ।
তুমি কেন প্রশ্ন কর
ও কোন জাতের লোক?
.
এম. এ. আউয়াল
প্রধান শিক্ষক
নিরালা গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
বানারীপাড়া, বরিশাল।

আরো পড়ুন

বৈষম্য-বিরোধী শহিদদের স্মরণে

নয়ন আহমেদ ।। অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো— আমরা কারা। কারা শিমুল ফুলের মতো দাবি …

One comment

  1. দারুন অর্মাথবহ কবিতা। মানবতার চেতনা সমৃদ্ধ মর্মবানী সুন্দরভাবে ফুটে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *