পাখিদের কথা

নজরুল ইসলাম:

তালগাছতে দুলছে দেখ
বাবুই পাখির বাসা,
শান্তি সুখে আছে ওরা
রবের ভালোবাসা।

চড়ুই পাখির বাসা আছে
ঘরের চালের ফাঁকে,
ডিম পাড়ে আর বাচ্চা ফোটায়
ঐ বাসারই তাকে।

শালিকেরা মালিক চেনে
গাইছে প্রভুর গান,
বলছে তারা মালিক মোদের
আল্লাহ যে মহান।

কোকিলেরা গাছের ডাল
কুহু কুহু সুরে,
ওরা বলে বসন্তকাল
ঐযে দেখ দুরে।

মাছরাঙারা তাকিয়ে আছে
ঝিলের জলের দিকে,
ঝুপ করে ধরবে ওরা
পছন্দের মাছ টকে।

বুলবুলিদের মাথায় টুপি
দেখতে চমৎকার,
প্রভুর নামে তাদের কাছে
গানের সমাহার।

হলুদ শাড়ি পড়ে আছে
হলদে পাখি ঐ,
গায়ে হলুদ দেবে সবাই
বর কনেরা কই।

টুনটনিরা নেচে গেয়ে
ছুটছে ডালে ডালে,
রবের নামে করছে জিকির
গানের তালে তালে।

দোয়েলেরা খুব সকালে
গাইছে রবের গান,
মোদের মহান প্রভু তিনি
আল্লাহ মেহেরবান।

নজরুল ইসলাম।
মসজিদ বাড়ি রোড, ঝালকাঠি।

আরো পড়ুন

বৈষম্য-বিরোধী শহিদদের স্মরণে

নয়ন আহমেদ ।। অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো— আমরা কারা। কারা শিমুল ফুলের মতো দাবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *