কবিতা: করোনাকাল # ২

খৈয়াম আজাদ  
এ কেমন সময়
মানুষের বিরুদ্ধে মানুষ,
নাকি যূথবদ্ধ সংগ্রামের বিরুদ্ধে কোন অভিশাপ।
ভালোবাসা আছে, কিন্তু মায়া নেই।
অনুভব আছে, কিন্তু স্পর্শ নেই।
ক্ষুধা আছে, কিন্তু আহার নেই।
হায় খোদা, এ কোন আপদ মানুষের।
যার দুটি হাত আছে, কিন্তু সচল করতে পারছেনা।
যার হাঁটার পূর্ন সামর্থ আছে কিন্তু স্থবিরতা ছাড়া উপায় নেই।
প্রযুক্তির এই ঝলমলে দিনে
মানুষের  এই  কি পরিণতি।
ও প্রভু, তুমি কি দেখোনা মানুষ কি বিপদে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *