অকল্পিত

মহিব্বুল্লাহ আল মুয়িজ

স্বপ্ন যে চলে আসে বাস্তবের ভিড়ে,

স্বপ্ন সেটা নয় যেটা আমার স্বপ্ন মনে হয় ।

চারিদিকে নীল আকাশ ডেকে বলে –

তবে আমি তা শুনছিনা ,

রয়েছি বিভোর ঘোরে ।

সূর্য হেসে বলে –

স্বপ্ন নয় – ভালবাসা নয় – সুখ নয়

মৃত্যুর দিকে ছুটে –

অবশেষে বোধ কাজ করে ।

৭৬৭১ দিন পরে ,

শরীরে ঊনতার গন্ধ মেখে ,

সকল উচ্চাশাকে পিষে ফেলে ,

জোৎস্নার আলো গায়ে মেখে ।

হঠাৎ বজ্রপাতের মতো,

সবকিছু তুচ্ছ হয়ে যায়, স্বপ্ন সেটা নয় ।

হঠাৎ স্বপ্ন ভেঙে যায়,

চেতনা জাগ্রত হয় ।

ভাবি স্বপ্ন সেটা নয়, আমার স্বপ্ন যেটা মনে হয় ।

.

মহিব্বুল্লাহ আল মুয়িজ

ফিন্যান্স এন্ড ব্যাংকিং (২০১৮-১৯) বরিশাল বিশ্ববিদ্যালয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *