রিপন শান ।।
অভিনেতা, নির্মাতা, কবি ও লিটলম্যাগ ‘পথিক’ সম্পাদক তারেক মাহমুদ আর নেই। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। এছাড়াও তার বেশ কয়েকজন সহকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে লিখেছেন।
বৃহস্পতিবার মধ্যরাতে কবি হিজল যোবায়ের এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘হায় তারেক ভাই, খুব খারাপ হলো, একদম ফাঁকি দেয়া হয়ে গেলো। ঘণ্টা দুয়েক আগে সুস্থ অবস্থায় কাঁটাবনে আড্ডা দিয়ে গেলেন অনেকের সাথে, আর হুট করে চিরতরে চলে যাবেন ! মৃত্যু এতো আকস্মিক হয়, এমন ঘোর বার্তা না জানিয়ে গেলে আপনার চলতো না!”
অভিনেতা হিসেবে পরিচিতি থাকলেও নির্মাণের সাথেও জড়িত ছিলেন তারেক মাহমুদ। ‘চটপটি’ নামের একটি সিনেমা পরিচালনা নিয়ে বিশেষ উচ্ছ্বসিত ছিলেন। প্রায় তিন দশক ধরে ‘পথিক’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করে আসছিলেন তারেক মাহমুদ। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনের পাশাপাশি সাহিত্যাঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
