অষ্টমাচার্য

সুয়েজ করিম :

দিইনি গুঁজে তোমার খোঁপায় স্বার্থের লাল ফুল
পাওনি কখনো নীল রসনায় স্তাবকতার স্বাদ –
তাইতো আমার রন্ধ্রে রন্ধ্রে ভুল ;
উষার শরীরে আঁধার মেখে তখনো ঘুমায় ভোর
মেঘ পিঞ্জরে স্তব্ধ সূর্য…
পৃথিবীতে আজ বেঁচে থাকাই অষ্টমাচার্য।

নথুল্লাবাদ, বরিশাল

আরো পড়ুন

বৈষম্য-বিরোধী শহিদদের স্মরণে

নয়ন আহমেদ ।। অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো— আমরা কারা। কারা শিমুল ফুলের মতো দাবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *