আঁধার কন্যা

ফারহানা করিম তুলি
আন্ধার ঘর, বিনা আড়ম্বর, আলো জ্বেলোনা মোটে
 কৃষ্ণবর্ণ পড়লে ধরা, লোকে কলঙ্ক রটাবে।
জন্মেছি আমি, ওগো মা তুমি, মুখটি আধার কেন?
কুৎসিত তাই বাবা ভুলে যায় মিষ্টি বিলানো?
আরশিতে দেখি প্রতিবিম্ব, বড় সাজতে ইচ্ছে করে
আপন বলে, ওরে মুখপোড়া কেন আসলি এ সংসারে?
পড়ালেখায় ভালো, সকল নারাজ বেরংয়ের জন্য
অনেক গুলো প্রিয়র মাঝে, আমিই একা শূন্য।
সমাজ বলে বিয়ে হবে না, জুটবে না বর
কালো মেয়েটি কীসের মায়ায় বাঁধবে তাঁর ঘর?
বাবা ভেবে যায় মোটা পণ দিয়ে বিদায় করবে আমায়
কেউ বলে না ‘স্বপ্ন কী তোর’ সকলেই মুখ থামায়।
আবৃত্তিতে সেরা হলেও, আমায় তাড়িয়ে পায় সুখ
সকলে চায় সাদা চামড়ার লম্বাটে ঐ মুখ।
রাস্তায় আমি হাসির পাত্রী, ঘরে অবহেলা
আর কতকাল সমাজ তুমি খেলবে নিষ্ঠুর খেলা?
কালো আমি, আঁধার আমি, আমি সাদার বিপরীত
আমি মায়া, সর্বজয়া, সমাজের অগ্নি প্রদীপ।
কালো যদি না থাকতো- তবে সাদা কেমন দামি?
শিকল ভাঙতে মনোবৃত্তির এসেছি আঁধার কন্যা আমি।

২ comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *