মোহাম্মদ নূরুল্লাহ :
শিক্ষক আমি হতে পারি খুবই নগণ্য।
বর্ণমালা শেখাচ্ছি তোমায়,তাইতো আমি ধন্য।
হও না তুমি ডিসি, এসপি, কিংবা সেক্রেটারি
আমিই দিয়েছিলাম তোমার হাতেখড়ি।
তুমি যতোই বড় হও,আর নেও না পদবি।
তোমার কাছে চিরদিন আমার আছে দাবি।
তুমি যদি হও মহান,আর বড় দানবীর।
আমি তখন খুশি হই এমন,যুদ্ধজয়ী বীর।
মনে কি পড়ে না তোমার? তুমি যখন স্ট্যান্ড করলে,
কেঁদে আমি বুক ভাসালাম, তোমার রেজাল্ট শুনে।
বুকে হাত দিয়ে বলতে কি পারবে ? মা-বাবা ছাড়া
এমন খুশিতে কেঁদেছিল কেউ ভবে!
শিক্ষক আমি লালন করি, শিক্ষার্থী আমার সম্পদ।
নির্ভয়ে তাই উপদেশ বিলিয়ে যাই, ভাবি না সম্মুখ-পশ্চাৎ।
তোমরা যারা শিক্ষার্থী আমার, কভু করো না অন্যায়।
সুদ ঘুষকে পায়ে ঠেলে, আলোকবর্তিকা হয়ে,
দেশ কাল ছাড়িয়ে করবে জগত জয়।
মজলুমকে সহায়তা করবে, অসহায়ের পাশে দাঁড়াবে,
জালিম যতো হোক না শক্তিশালী,কভু তাঁকে দিবে না
আশ্রয়।
অঢেল সম্পদ চাই না আমি ইহ-জগতে।
আত্মসম্মান নিয়ে চাই যে বেঁচে থাকতে।
মোহাম্মদ নূরুল্লাহ
ছায়ানীড়
গঠনমূলক লেখা।
ধন্যবাদ কবি
ধন্যবাদ কবি