এম টি সাবিহা কখন যে সকাল হলো টের পাইনি - শিউলি ফুলগুলো ঝরে আছে উঠোন জুড়ে, কুড়াবার অপেক্ষা; কখন যে সকাল হলো টের পাইনি - জীবন থেকে কতকগুলো বছর চলে গেলো, শুধু বয়ে গেলো ক্যালেন্ডারের পাতা অজানা কোন আশায়, আজো তোমার প্রতীক্ষায় , জানালার গ্রীল ধরে শেষ চলে যাওয়ার পথের পানে!