কবিতা: পাখির কাছে ফুলের কাছে

আল মাহমুদ

নারকেলের ঐ লম্বা মাথায় হঠাৎ দেখি কাল

ডাবের মতো চাঁদ উঠেছে ঠাণ্ডা ও গোলগাল।

 

ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে এলেম ঘর

ঝিমধরা এই মস্ত শহর কাঁপছিলো থরথর।

 

মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ,

পাথরঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ?

 

দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বাঁয়-

কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়।

 

পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দীঘিটার পাড়

এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার।

 

আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল

বললো, এসো, আমরা সবাই না ঘুমানোর দল-

 

পকেট থেকে খোলো তোমার পদ্য লেখার ভাঁজ

রক্তজবার ঝোপের কাছে কাব্য হবে আজ।

 

দিঘির কথায় উঠলো হেসে ফুল পাখিরা সব

কাব্য হবে, কাব্য হবে- জুড়লো কলরব।

 

কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই

পাখির কাছে, ফুলের কাছে মনের কথা কই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *