খৈয়াম আজাদ
তোমার শাড়ির পাড় রেড
মাঝখানে হালকা পিং
লাল পাড়ের ওই খানটা বেশি প্রিয়
গোলাপিটা নিজের মতো
যখন তখন জড়িয়ে পরা যায়।
অথচ দেখো আমাদের কতো সতর্কতা
ওই রেড জোনে…
পিং জোনেও ভয়।
আর ভাল্লাগেনা,
পৃথিবী থেকে রেড পিং সব জোন তুলে নাও।
আমরা সবুজ ঘাসে
সর্বত্র গ্রিন জোন বানাবো।