শাহীন কামাল ।।
.
কী আছে সেই নথিতে,
ঘটেছে কীসব অতীতে?
কেন এত ক্ষেপেছেন,
ভয় পেয়ে কে কেঁপেছেন?
.
কোনটা তবে আসল কারণ,
জানতে চাওয়ায় আছে বারন!
থলের বেড়াল হয়েছে বের,
এসব তবে তারই জের?
.
আমরা হলাম আমজনতা
কিছু বলার নাই ক্ষমতা।
চোখে পড়ি চশমা টিনের
অভ্যাসটা তো অনেক দিনের।
.
আমলারাই যে দেশের মাথা
ইচ্ছে করলেই করবেন যা তা।
আইন করবেন ফাইন করবেন
টুটি লাগলে চেপে ধরবেন।
.
ওনারাই দেশের আসল মালিক,
আমরা গরিব টিয়া- শালিক।
তারাই হলেন দেশের চালক,
আমরা অবুঝ শিশু-বালক।
.
বসত করবেন সেকেন্ড হোমে
ঘুরতে যাবেন প্যারিস-রোমে।
টাকায় হাঁকান পাওয়ার যত
অন্য সবাই হবেন নত।
.
তাদের সাথে লাগতে আসে
কোন সাহসী রোজিনা?
কেমনে পেলো এত সাহস
আমি তো বুঝিনা।
.
খাত নিয়ে কথা বাদ
এতে হবে বাদানুবাদ।
তারচেয়ে এই ভালো
অন্য কাজে চিন্তা ঢালো।
.
মাহফুজ স্যারের শোনো গান
কয়টা ডেইলি যাচ্ছে প্রাণ।
হিরো আলমের দেখে নাচ
ফেইসবুকে দেও স্টেটাস।
.
কিন্তু আপায় করলেন কি
গরম তেলে ঢাললেন ঘি!
কার বাড়ি কানাডায়
তাতো প্রায়ই জানা যায়।
.
এ নিয়ে পত্রিকার পাতাতে
দেখা যায় নিউজ ছাপাতে।
কত টাকা কার ব্যাংকে
কে আছেন কোন র্যাঙ্কে?
.
এসব লিখে করেন লিড
সাংবাদিক আপা হলেন হিট।
একটু যদি চেপে যেতেন
আমলাদের দয়া পেতেন।
.
উল্টো পথে কেন হাটলেন
এই নিয়ে কেন মাতলেন?
মামলা হামলায় গেলেন জেলে
বুঝলেন আমলা কেমন খেলে !
প্রতিবাদ হোক কবিতায় মানববন্ধনে ফেসবুকে চায়ের দোকানে ভিক্ষুক থালা হাতে যে যে ভাবে পারো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াও সবখানে