কোয়ারেন্টিন থেকে বলছি

এরশাদ সোহেল
.
ধূসর হয়ে গেছে আজ পৃথিবীর রঙ,
ভাল নেই আকাশের মনটা।
আমার পৃথিবী থেকে মুছে গেছে সব রঙ,
শূন্য এই হৃদয়ের কোণটা।
.
হৃদয়ের আষ্টেপৃষ্ঠে কান পেতে
যে কথা তুমি শুনেছিলে,
ক্ষমা করো হে প্রিয়তম-
যেতে হবে হয়ত আমায়, মৃত্যুর মিছিলে।
.
আকাশ কাদেঁ, বাতাস কাদেঁ, কাদেঁ পৃথিবী,
আমি কাদিঁ, তুমি কাদোঁ, কাদেঁ ষোড়শী।
দূষিত শহর কাদেঁ, কাদেঁ বায়ু-জল,
হনুফা বুড়ির চোখের কোণ, করে টলমল।
.
কেটে যাবে আধার, তাই আলোর খোঁজে চলছি।
          হে দয়াময় তুমি শুনছো কি?
   আমি, কোয়ারেন্টিন থেকে বলছি
.
এরশাদ সোহেল
লালমোহন, ভোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>