খালপাড়

খৈয়াম আজাদ ।।
.
খালপাড়ে হাঁটতে হাঁটতে একটা ঘাসফুল তুলি
ভালোবেসে ঠোঁটে লাগাই।
খালপাড়ে জোয়ারের পানি কলকল বয়ে যায় ক্ষেতের দিকে।
জোয়ারে পা ডুবাই।
.
বিলকে বিল সুখপ্রবাহ জলধারা
ননী সুতার আলবেঁধে রোয় জীবনের চারা।
.
সবুজে সবুজ দোলে কিষাণীর মনে।
ওগো, বার্ষিক পরীক্ষা হলেই রিপন ফাইভে
আহ্লাদী কথায় শাড়ির আঁচল বাতাসে উড়ায়
আহা, লাল সগৌরব স্বপ্নের উন্নত মায়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *