মারজান ইসলাম
সত্যের রং মাখা
মিথ্যার লুকোচুরি কিচ্ছা
ছাই হয়ে ওড়ে দেখ
পুড়ে যাওয়া কত শত ইচ্ছা
প্রভাতের পাখিরা কি গান গাওয়া ভুলে গেল?
ভেঙে গেল স্বপ্নের প্রিয় ঘুম
কোরানের সুর শুনে জেগে ওঠা থেমে গেল
ঊষা রবি আঁকবে না তাই চুম?
যান্ত্রিক জীবনের যাতাকলে পিষে আজ মরছি
দম দেয়া পুতুলের মতো করে শুধু যেন নড়ছি
হাতেগড়া নিয়মের হাতকড়া পড়ে সব আসামি
চাতকের চোখ তাই খুঁজে ফেরে সুন্দর আগামী।