বোরহান মাসুদ :
শীতের শেষে গরম এলো বর্ষাও খুব কাছে
নতুন ঢেউয়ে উথাল নদী আপন মনে নাচে
নাচে চাঁদের দস্যি আলো জোনাক পোকা বেশ
হাত পা ছুড়ে দীনা নাচে; নাচে দীনার কেশ
খোকা নাচে; খুকু নাচে নাচে তাদের মন
নাচে আরো মেঘলা দিনের বৃষ্টি সারাক্ষণ
কালো মেঘের ছানা নাচে মানুষ নাচায় ঠ্যাং
নয়া বিলের পানির মাঝে নেচে উঠে ব্যাঙ
তিনা, দিনা, রিনা নাচে বীণা নাচায় সুর
জীবন থেকে নাচানাচি নয়তো কোনো দূর
মনের ঘরে একটি পাখি কেমন করে নাচে
নেচে নেচে কত্তো জীবন কত্তোভাবে বাঁচে
আমি নাচি তুমি নাচো নাচা নিয়ে বাঁচা
নাচা যখন বন্ধ হবে পড়বে ধ্বসে খাঁচা।