নিয়ত বিলাপ

ফারজানা আফরোজ ।।
.
ভাঙা আলপথ ধরে ক্রমাগত হেঁটে যাই জীবনের  সমান্তরালে,
এখানে জীবনের আয়োজনে মেতেছে ধরা,
আমি তারই মাঝে এক নির্মোহ ছন্দপতন।
.
কাক-শালিকের ঝগড়ায় ভাঙা ভোরের ঘুম আর
শীতের আমেজে শিশিরে ভেজানো পায়ের নূপুর
আজো ডেকে যায় নিয়ত অবেলায়।
.
কিছুই চাইনা বলে ভেতরে ভেতরে ধ্বংসস্তূপ পেরিয়েই
হেঁটে পাড়ি দেই বিবশ আঁধার।
তবু আলো বড়ো তোয়াজ প্রত্যাশী।
.
আজো সে সুচতুর দাবাড়ু।
যতোটা নিজের তারো বেশী অন্যের
ইচ্ছের দাস হয়ে কাটিয়ে দেয়া একুরিয়ামের নিস্ফল জীবনবৃত্তান্ত।
.
এখানে রাতভর ঘাসফুল স্নান করেনা শিশিরের জলে,
ইচ্ছের নির্ভার আকাশে ওড়েনা বেহিসেবি মেঘের ভেলা।
.
আমার মুক্তির আঁধার নামে জলপ্রপাতের কাকচক্ষু জলে।
নিয়ত আত্মহনন করে যেথায় ইচ্ছের সাবলীল ডাহুকীরা।

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *