বাদলধারা 

এম, অলিউল্যাহ হাসনাইন ।।
.
বাদলধারা ঝড়ছে অবিরত
থৈথৈ খাল-বিল আছে যত
চারিদিকে যেন জলমেলা
ঢেউয়েরা সব করছে খেলা।
.
ফুটেছে কাঁশফুল নদীর বাকে
উড়ছে পাখি ঝাকে ঝাকে
কানা বক ঐ ঝাপটি মেরে
মাছ ধরে খাপটি মেরে।
.
রিমঝিম ঝড়ছে বৃষ্টি
সবই যেন বিধাতার সৃষ্টি
মাঝি মাল্লার দল সব
ডেকেছে হিল্লোল রব।
.
নৌকা করে পার হচ্ছে
ডোবা, খাল, বিল
থৈথৈ কানায় কানায়
নদী নালা হাওর ঝিল।
.
মাছেরা সব করছে খেলা
এপার ওপার,
মাছ শিকারে মৎসজীবী
আনন্দে তোলপাড়।
.
কৃষক কৃষাণী বুনছে ধান
মনে যেন আনন্দের বান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>