বিজন বেপারী
একলা আমি আজো কাঁদি
শহীদ ভাইয়ের জন্য
মায়ের মুখের ভাষার টানে
তোমরা হলে ধন্য।
রফিক শফিক শহীদদের পাশে
নেইতো তোমার নাম,
তোমার রক্তের বিনিময়ে
দিলাম ভাষার দাম।
তুমি না হয় রইলে ভাই
ইতিহাসের বাইরে,
তাই বলে কি আমরা তোমায়
কেমনে ভুলে যাইরে?
তোমার বুকের রক্তের ছোপ
শহীদ বেদীর বুকে,
একুশ তারিখ এলেই কাছে
নয়নে বারি ভাসে।।
বিজন বেপারী
সহকারী শিক্ষক,
বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝালকাঠি।