মোহাম্মদ নূরুল্লাহ্ ।।
.
ত্যাগের মহিমায় উদ্ভাসিত
হোসেনের পরিবার।
ছকিনা বিবির কান্নার আওয়াজ
আজও রিনিঝিনি বাজে হৃদমন্দিরে বারবার।
.
অন্যায়ের সঙ্গে করব না আপোষ
সে দীক্ষা দিলেন ইমাম হোসেন।
কারবালা প্রান্তরে লহু ছোটে
আকাশে বাতাসে কেবল মাতম।
.
অগণিত ঘটনা ঘটেছে মহররমের দশ তারিখে
ইতিহাস তার সাক্ষ্য দেয়,
যা পেয়েছি হাদীছের মাধ্যমে।
.
কারবালার মতো এমন বিষাদ
শুনেনি কেউ আগে।
তাইতো মোরা দোয়া করি
হোসেন পরিবারের তরে।
.
হে প্রভু! দাও শক্তি দাও।
ঈমানী বলে যেন হই বলীয়ান
অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারি
পরে সাজোয়ান।
.
মসী থেকে শব্দগুলো যেন বের হয়
বারুদের সমান।
চলো সমস্বরে বলি:
‘নারায়ে তাকবির আল্লাহু আকবার।’
.
শ্লোগানে শ্লোগানে মুখরিত হোক
জমিন ও আছমান।