মাছরাঙা

হালিমা মুক্তা ।।
চুপ চুপ চুপ
দিয়ে যায় ডুব
মাছরাঙা খুব ।
.
একটা মাছ ঠোঁটে
ডুব দিয়ে উঠে
আম গাছটির ডালে
বসছে খুব চুপ !
.
নীল রঙের পাখিটি
মেলে দেখি আঁখি টি
দিচ্ছে খুব ডুব
এই তোরা চুপ ।
.
টুপটাপ ঝুপ করে
স্নিগ্ধ সুন্দর এই ভোরে
কুঁচো মাছ ধরে ধরে
খাচ্ছে পেটটা ভরে
এই সবাই চুপ
উফ্ চুপ থাক চুপ!
.
যশোর সদর থেকে 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *