রবীন্দ্রনাথ মন্ডল
তোমার সাথে যেদিন হল
প্রথম পরিচয়,
আযাদ ভাইয়ের নামটি দেখে
চিনেছি নিশ্চয়।
বি এম কলেজ- বাংলা বিভাগ
আমার সিনিয়র,
আজকে আবার ‘মুক্তবুলি’
যেন একই ঘর।
করোনাকাল নিয়ে এলো
তোমায় আরও কাছে,
সারাজীবন রেখো কিন্তু
এমনি তোমার পাশে।
তোমায় নিয়ে হাজার স্বপ্ন
দেখি প্রতিক্ষণে,
ভাবনাগুলো দেয় যে উঁকি
আমার এ মননে।
স্বপ্ন দেখি চলছো তুমি
সামনে এগিয়ে,
তোমার যত লেখক-পাঠক
সবাইকে নিয়ে।
তোমার ছোঁয়ায় উঠছে গড়ে
নতুন লেখক-কবি,
তাঁরাও একদিন ছড়াবে আলো
আকাশে যেমন রবি।
.স্বপ্ন দেখি বাংলাদেশের
সকল জেলার লোক,
মুক্তবুলির পাতায় পাতায়
রাখছে দুটি চোখ।
ধীরে ধীরে মুক্তবুলি
হচ্ছে সবার প্রিয়,
এই শরতে কাশ-শিউলির
শুভেচ্ছা আজ নিও।
পাঠক যারা- লেখক তারা
এমন শ্লোগানে,
মুক্তবুলি ঠাঁই পেয়েছে
সকল পাঠক প্রাণে।
সবসময় সাহিত্য আর
সমাজ উন্নয়নে,
মুক্তবুলি কাজ করে যাক
ভাবছি মনে মনে।
সম্পাদকের প্রতি জানাই
শুভেচ্ছা বার বার,
পাশেই আছি মুক্তবুলির
লেখক পরিবার।
২১/০৮/২০২০
# মুক্তবুলি পড়ুন, মুক্তবুলিতে লিখুন, মুক্তবুলির সাথেই থাকুন #
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.

ভালো লাগলো।