মুক্তবুলি

এনামুল খাঁন ।।

মুক্তবুলির ফুটল কলি উঠলো দুলি মন, মুক্তবুলি আসবে বলে আশায় সারাক্ষণ ।

মুক্তবুলির লেখক পাঠক আত্মারই আত্মীয়, কেউ ছড়াকার কেউবা কবি ফিচার লেখক প্রিয় ।

লেখক যারা পাঠক তারা, সবার লেখাই ছাপে, লিখে লিখে হাতটা তারা পাকায় ধাপে ধাপে।

মুক্তবুলি সময়টাকে করে ধারণ থাকুক ইতিহাসে, বাংলা যাদের বুলি তাদের মুখে যেন থাকে অনায়াসে ।

বন্ধু আযাদ কর্মঠ লোক অনেক গুনের গুনী, মুক্তবুলির পাতায় পাতায় মুগ্ধতা তা আমরা সবাই জানি।

ভালো থেক বন্ধু আযাদ ভালো থেক প্রিয় মুক্তবুলি, চিরদিনই থাকবে মনে মিজানসহ কাটানো দিনগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *