মৃত্যুর জয়গান

ফিরোজ মাহমুদ ||

কত বিচিত্র খেলায় মত্ত তুমি
হে পৃথিবীর মানুষ
বিশাল অট্টালিকার ভাঁজে ভাঁজে
অশান্ত জীবন শায়রে অনূদিত ভালোবাসার
মানচিত্র তুমি।

বিত্ত বৈভবে তুমি আত্মহারা
খুশির জোয়াড়ে স্নাত নীলিমার বেলা ভূমি
তুমি খুঁজে ফিরো কেবলই বিশাল অর্থ-বিত্ত,
যশ-খ্যাতি, চাকুরি-ব্যবসা আরো কত কী !
তোমার মানবিক চেতনা ক্ষত-বিক্ষত।

তুমি সব চেনো অথচ মানুষ চেন না
তুমি সব বোঝ কবিতা বোঝ না
কবিতা দুধের মতো নিস্পাপ
গোলাপের মতো সুরভিত – স্নিগ্ধ
মধুর নিরাময়ী আয়নায় আমি
আবিস্কার করি কবিতার নিখাঁদ মানচিত্র
অমৃতের মতো কত স্বাদ !

কবিতা ছুঁয়ে যায় বিশাল নীলিমার কার্ণিশ,
বিস্তৃত সমুদ্রের হৃদপিন্ড
কবিতা চাষাবাদ করে-
পৃথিবীর মানুষের কোমল জমিন
কবিতা অনুবাদ করে বোধ, বোধের শরীর মানবীয় সারমর্ম, উদার ভালোবাসা,
মৃত্যুর অনিবার্য সংজ্ঞা-
অতএব কবিতার মতো সুন্দর-সাবলীল।

অবশ্যম্ভাবী নির্মম সত্যের নাম মৃত্যু
জীবনের নিকানো উঠোন মাড়িয়ে আমি
পাঠ করি মৃত্যুর অনবদ্য সংজ্ঞা তসবীর দানার মত আমি নিয়ত
জপতে থাকি মৃত্যুর জয়গান।

আরো পড়ুন

বৈষম্য-বিরোধী শহিদদের স্মরণে

নয়ন আহমেদ ।। অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো— আমরা কারা। কারা শিমুল ফুলের মতো দাবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *