মোঃ সুজন হাওলাদার জাকির:
এইতো আমার মৃত্যু হবে
একটু পরেই কবর।
ফয়সালাতো প্রভুর হাতে
নরক না জান্নাতি নহর।
,
মোর আশা ঐ ফেরদাউস নিয়ে
নরক বহু দুরে
জান্নাতি ফল খাব আমি
আপন হৃদয় জুড়ে।
দুধ খাব মধু খাব, খাব শিতল শরবত
পিপাসা মোর থাকবেনা আর খোদার ই রহমত।
ঘুরবো ফুরবো আপন মনে আঁখি দুটো খুলে
জান্নাতি হুর দেখবো আমি আপন নয়ন মেলে।
কুদরতি পাখায় উড়বো আমি
যেথায় ইচ্ছে সেথায়
জান্নাতি খাবার খাব আমি
স্বর্নের ই থালায়।
সুজন হাওলাদার জাকির:
উজিরপুর পৌরসভা, উজিরপুর বরিশাল।