মাহামুদুল হাসান শিবলী :
সন্ধ্যার নিভু নিভু আলোয় হাঁটবো দুজন
নেমে আসা অন্ধকারের মত ধীর পায়ে।
মিশে যাবো সতেজ সন্ধ্যায়,
অমাবস্যার সব অন্ধকার
বরণ করবে আমাদের।
সাজাবে কবিতা কিংবা ঝরে পড়া
সবুজ পাতার অনাড়ম্বর সাজে।
কিংবা সন্ধ্যার ট্রেইনে
বসবো মুখরিত কোনো কামরার এক কোণে।
নীরবতা কাটবে চোখের প্রগাঢ় চাহনিতে,
লৌকিক কোলাহলের উর্ধ্বে এ ভাষা
বলবে মুক্তি আর প্রণয়ের কথা।
পেছনে ছুটবে কত-শত শহর, গ্রাম আর বৃক্ষরাজি
থাকবে শুধু প্রণয়-ধ্বনিত নিরবতা।
অথবা সন্ধ্যার পুকুর ঘাটে
দেখবো প্রেয়সীর টানে ঘরে ফেরা পাখির আকুলতা।
নেমে আসা আঁধারে জ্বলবে প্রণয়ের আলো
প্রতীক্ষিত সব বঁধুর সুশোভিত পর্ণকুটিরে৷
আঁধারেই দিশা পাবে আলোয় হারিয়ে যাওয়া সব পথিক
আমিও খুঁজে নিব যা প্রশান্তিকর আর শাশ্বত সঠিক।
মাহামুদুল হাসান শিবলী
শিক্ষার্থী, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।