সবার সেরা নবি

আরিফুল ইসলাম ।।
.
মূর্তি পূজায় যখন ছিল
আরববাসী লিপ্ত,
ঠিক তখন এক নবি এলেন
হয়ে আলোর দীপ্ত।
.
সঠিক পথের দিশা পেল
পথ ভোলা সব পথিক,
সত্য-মিথ্যার প্রভেদ বুঝে
পথ বেছে নেয় ঠিক।
.
তিনি ছিলেন সবার সেরা
মোহাম্মদ রাসূল,
আমার-তোমার সবার প্রিয়
মদীনার বুলবুল।
.
উত্তম তাঁর আদর্শকে
বুকে করি লালন,
তাঁর দেখানো পথে চলি
নির্দেশ করি পালন।
.
হয়তো আবার দেখা পাবে
আখিরাতে তাঁর,
যার অন্তর কলুষ মুক্ত
ঈমান মজবুত যার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *