অভিশাপ থেকে মুক্তি

মোঃ রাজিব হুমায়ুন ।।
.
ফুটবল আর ক্রিকেট খেলা
জমতো মাঠে মাঠে,
সবাই ছিল মনোযোগী
নিয়মিত পাঠে।
.
এন্ড্রয়েডের ছোঁয়া পেয়ে
মাঠের খেলা ভুলে-
পড়ালেখায় নেই মনোযোগ
রাখলো শিকেয় তুলে।
.
টিকটক আর পাবজি এলো
ফ্রি ফায়ারও দেশে,
মোবাইল সেটে ব‍্যস্ত থেকে
রুক্ষ মেজাজ শেষে!
.
বন্ধ হলে পাবজি খেলা,
ফ্রি ফায়ারও সাথে,
টিকটকেরও বিদায় হলে
সরকারেরই হাতে;
.
জমবে খেলা আগের মতো
পড়ন্ত বিকেলে,
বিনোদনে কাটবে বেলা
প্রাণের ক্রিকেট খেলে।
.
হও সচেতন অভিভাবক
সন্তানেরই প্রতি,
শিক্ষা নিয়ে গড়বে জাতি
আর হবে না ক্ষতি।
.
.
মোঃ রাজিব হুমায়ুন
সহকারী শিক্ষক
লাড়ুচো সরকারি প্রাথমিক বিদ‍্যালয়
ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।

আরো পড়ুন

বৈষম্য-বিরোধী শহিদদের স্মরণে

নয়ন আহমেদ ।। অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো— আমরা কারা। কারা শিমুল ফুলের মতো দাবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *