আদর্শিক জীবন 

এম অলিউল্যাহ হাসনাইন ।।
.
মানবতার এক আদর্শিক উদাহরণ
অনুসরণীয় মোহাম্মদের জীবন।
জীবনে চলার প্রতিটি ক্ষণে ক্ষণে
উৎকৃষ্ট জীবন তাঁর স্মরণে।
.
বাল্যকাল থেকেই সততা ও নিষ্ঠায়
আল-আমিন ভূষিত জনতার আস্থায়।
কথা ও কাজ তাঁর হাদিসের বাণী,
অনুসরণ করেছে যে, সেইতো জ্ঞানী।
.
মোহাম্মদ (স.) তাঁর আদর্শিক গুনে
আকৃষ্ট মানব জাতির উৎকৃষ্ট মনে।
.
ইহকালের সকল প্রাপ্তি রাসুল কে অনুসরণে,
চিরমুক্তি, চিরশান্তি, নিশ্চিন্তে মরণে।
অসীম, অনন্তকাল সুখের আশায়
রাসুলের জীবন আদর্শ, ভালোবাসায়।

আরো পড়ুন

বৈষম্য-বিরোধী শহিদদের স্মরণে

নয়ন আহমেদ ।। অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো— আমরা কারা। কারা শিমুল ফুলের মতো দাবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *