আমি নেত্রী হবো

কামরুন নাহার শিলা

আমি নেত্রী হবো-

দেশটাকে সাজাবো, দেশের নীতি বদলাবো, দেশকে ভালোবাসবো।

আমি নেত্রী হবো-

দুর্নীতি দূর করব, অপরাধীকে শাস্তি দেবো, শোষণমুক্ত সমাজ গড়বো।

আমি নেত্রী হবো-

সোনার বাংলা গড়ে তুলবো, মাদক ব্যবসা দূর করব, ভালো মানুষদের সম্মান করবো।

আমি নেত্রী হবো-

বাল্যবিবাহ বন্ধ করবো, নারী শিক্ষা বৃদ্ধি করবো, নারী নির্যাতন দূর করবো।

আমি নেত্রী হবো-

দেশ মাতা কে আগলে রাখবো, দেশের স্বাধীনতা বজায় রাখবো, দেশের সম্মান রক্ষা করবো।

আমি নেত্রী হবো-

শিশুশ্রম বন্ধ করবো, শিক্ষার হার পূর্ণ করবো, মানুষের বিবেক জাগিয়ে তুলবো,

আমি নেত্রী হবো-

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ফিরিয়ে আনবো, শেরে বাংলাকে তুলে ধরবো, মওলানা ভাসানী কে জাগিয়ে তুলবো।

আমি নেত্রী হবো-

মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দেবো, ছাত্রসমাজকে গুরুত্ব দেবো, পরাধীনতার কালোছায়া দূর করবো।

নেত্রী হবো আমি-

দূর করবো রাজনীতি নামের পেটনীতি, দোয়া করো ভাই- আমি যেনো নেত্রী হওযার সুযোগ পাই।

আরো পড়ুন

বৈষম্য-বিরোধী শহিদদের স্মরণে

নয়ন আহমেদ ।। অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো— আমরা কারা। কারা শিমুল ফুলের মতো দাবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *